স্ট্রাটেজি
Strategy
ডিজাইন প্যাটার্ন বিহেভিওরাল ডিজাইন প্যাটার্নের মধ্যে পরে। Strategy
এর অর্থ হল কৌশল, কোন কিছু করতে গেলে তার জন্য কৌশল কিংবা এক গুচ্ছ পদক্ষেপ গ্রহণ করাই হল স্ট্রাটেজি।
প্রোগ্রামিং এর পরিভাষায়, একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন অ্যালগরিদম নির্ধারণ করার স্বাধীনতা থাকাই স্ট্রাটেজি প্যাটার্ন। এই প্যটার্নকে আবার পলিসি প্যাটার্নও বলা হয়ে থাকে।
ধরুন, আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাইতে চাচ্ছেন এরজন্য আপনি চাইলে বাস, ট্রেন কিংবা প্লেন এ করে যাইতে পারেন। এইক্ষেত্রে গন্তব্যস্থল একটিই কিন্তু এটা সম্পন্ন করতে ভিন্ন ভিন্ন স্ট্রাটেজি অনুসরণ করা যায়।
এবার চলুন একটা বাস্তব ভিত্তিক উদাহরণের মাধ্যমে প্যাটার্নটি বুঝা যাক। প্রথমে চলুন একটা ইন্টারফেইস বানিয়ে ভিন্ন ভিন্ন স্ট্রাটেজি ইমপ্লিমেন্ট করি নিচের মত করে।
এবার মেইন কনটেক্সট ক্লাস হিসেবে Traveler
নামক একটা ক্লাস ডিফাইন করি।
পরিশেষে, স্ট্রাটেজি পরিবর্তন করে সহজে আমরা আমাদের কার্য সম্পন্ন করতে পারি।
এই চ্যাপ্টারের সোর্স কোডটি এই লিঙ্ক থেকে পাবেন।
Last updated