Comment on page
নেইমস্পেইস
আমাদের ক্লাস, ফাংশন বা কনস্ট্যান্ট নাম নিয়ে প্রায়শই সমস্যায় পড়তে হয় । দেখা যায় আমি যেই নাম ব্যবহার করেছি সেই নামে আরেকটি লাইব্রেরীতে একই নামের কিছু একটা রয়েছে । ফলাফল - নাম নিয়ে কনফ্লিক্ট । এই সমস্যা থেকে সমাধান দিতে পারে নেইমস্পেইস ।
নেইমস্পেইসের ধারনাটা খুবই সাধারন । আমরা যেমন আমাদের ফাইল পত্র গুলো নানা ফোল্ডারে সাজিয়ে রাখি, নেইমস্পেইসও এই ফোল্ডারগুলোর মত । আমাদের ক্লাস, ফাংশন, কনস্ট্যান্ট গুলো আমরা আলাদা আলাদা নেইমস্পেইসে সাজিয়ে রাখি । এতে এক নেইমস্পেইসের সাথে আরেক নেইমস্পেইসের জিনিসপত্রের নাম নিয়ে কোন কনফ্লিক্ট হয় না ।
এর আগে এই ধরনের নাম সংক্রান্ত জটিলতা এড়াতে ডেভেলপাররা আন্ডারস্কোর ব্যবহার করে নেইমস্পেস এর কাজ চালাতো । পুরোনো ফ্রেমওয়ার্কগুলোত এই ধরনের আন্ডারস্কোর বেইজড নেইমস্পেসিং এর প্রচেষ্টা দেখা যায় । পিএইপি ৫.৩ থেকে নেইমস্পেইস ল্যাঙ্গুয়েজ ফিচার হিসেবে যোগ করা হয় ।
নেইমস্পেইসের ভিতরে যে কোন ভ্যালিড পিএইচপি কোডই রাখা যায় । তবে নেইমস্পেইসের প্রকৃত ইফেক্ট পড়ে শুধুমাত্র ক্লাস, ইন্টারফেইস, কন্সট্যান্ট এবং ফাংশনের উপর । অর্থাৎ এগুলোকেই শুধু নেইমস্পেইসে আটকানো যায় ।
আমাদের নেইমস্পেইস ডিফাইন করতে প্রথমে
namespace
কিওয়ার্ড এবং তারপর নেইমস্পেইস এর নাম দিতে হয় । নেইমস্পেইস ডিক্লেয়ার করা শুরু হতে হবে পিএইচপি ফাইলের একেবারে উপর থেকে অর্থাৎ অন্য যে কোন কোডের আগে । একমাত্র বিকল্প শুধু declare
কিওয়ার্ডটি, এটিই শুধু নেইমস্পেস ডিক্লেয়ারেশনের আগে আসতে পারে । একই ফাইলে একাধিক নেইমস্পেইস ডিক্লেয়ার করা সম্ভব । পরবর্তী নেইমস্পেইস এর আগ পর্যন্ত সব কোডই প্রথম নেইমস্পেইস এর অন্তর্গত ।উদাহরণ:
<?php
namespace MyProject\SubNameSpace\AnotherLevel;
const CONNECT_OK = 1;
class Connection { /* ... */ }
function connect() { /* ... */ }
?>
আমরা চাইলে নেইমস্পেইস এর পর কার্লি ব্রেইস (সেকেন্ড ব্রাকেট) ব্যবহার করেও নেইমস্পেইসগুলোকে আলাদা করতে পারি । নেইমস্পেইসের নাম দেওয়া না হলে সেটি গ্লোবাল নেইমস্পেইস হিসেবে বিবেচ্য হয় । অর্থাৎ নামহীন নেইমস্পেইসে আমরা যাই ডিফাইন করি তা গ্লোবাল নেইমস্পেইস থেকেই এ্যাক্সেস করা যায় ।
প্রথমেই নিশ্চিত হতে হবে আমাদের কোড যে নেইমস্পেইসে আছে তা বর্তমান ফাইল থেকে এ্যাক্সেস করা যায় কিনা । যেমন: যদি নেইমস্পেইসটি অন্য কোন ফাইলে হয় তবে অবশ্যই সেটি ইনক্লুড করে নিতে হবে । তবে বাস্তবে বেশীরভাগ ক্ষেত্রেই আমরা অটোলোডার ব্যবহার করে নেইমস্পেইস থেকে কোড ইম্পোর্ট করতে পারবো । সেক্ষেত্রে ম্যানুয়ালি ইনক্লুড করা লাগবে না ।
এরপর আমরা
use
কিওয়ার্ডটি ব্যবহার করে তারপর নেইমস্পেইস সহ পুরো নাম উল্লেখ করবো । উদাহরণ:<?php
require 'db.php';
use MyProject\DB;
use MyProject\DB\Connection as DBC;
$x = new DBC();
?>
এই উদাহরনে আমরা দেখছি কিভাবে কোন নেইমস্পেইস থেকে আমরা ক্লাস ইম্পোর্ট করলাম ।
as
কিওয়ার্ডটি ব্যবহার করে আমরা ইম্পোর্ট করার সময় প্রয়োজনমত নাম পরিবর্তন করে দিতে পারি ।আমরা কোন নেইমস্পেইস থেকে যদি কোন ক্লাস বা ফাংশন এর পুরো নেইমস্পেইসড নাম ব্যবহার না করে শুধু নাম উল্লেখ করি তাহলে পিএইচপি ধরে নেয় ঐ ক্লাস বা ফাংশনও একই নেইমস্পেইসেরই অংশ । যেমন আমরা যদি
MyProject
নেইমস্পেইসে থেকে strlen
ফাংশনটি কল করি তাহলে পিএইচপি গ্লোবাল strlen()
ফাংশনটি ব্যবহার না করে MyProject\strlen()
ফাংশনটি খুজঁবে । তাই কোন নেইমস্পেইসের ভিতর থেকে গ্লোবাল নেইমস্পেইসের ক্লাস, ফাংশন ইত্যাদি এ্যাক্সেস করার সময় নামের শুরুতে একটি \
ব্যবহার করতে হয় । যেমন:<?php
namespace Foo;
$a = \strlen('hi');
Last modified 5yr ago