অবজার্ভার

অবজার্ভার ডিজাইন প্যাটার্ন বিহেভিওরাল টাইপের মধ্যে পরে। এটা pub/sub এর নিয়মে কাজ করে অর্থাৎ কোন অবজেক্ট কিংবা সাবজেক্ট এ পরিবর্তন হলে সেটা Publisher তৎক্ষন্যাত Subscriber দেরকে জানায় দিবে কিংবা নটিফাই করবে।

পিএইসপিতে অবজার্ভার প্যাটার্নটি প্রয়োগ করতে হলে যথাক্রমে SplSubjectSplObserver ইন্টারফেইস ইমপ্লিমেন্ট করে সাবজেক্ট ও অবজার্ভার ২ টা ক্লাস লিখতে হয়। আর সাবস্ক্রাইব করা অবজার্ভারদেরকে স্টোর করে রাখার জন্য SplObjectStorage এই ক্লাসটিকে ব্যাবহার করা যেতে পারে।

উপরে উল্লেখিত SplSubject, SplObserver, SplObjectStorage হল পিএইসপির Standard PHP Library (SPL)

নিচে একটি Model নামক ক্লাস ও দুইটি অবজার্ভার ক্লাসের উদাহরণ দেয়া হলঃ

<?php

class Model implements SplSubject
{
    protected $observers;

    public function __construct()
    {
        $this->observers = new SplObjectStorage();
    }

    public function attach(SplObserver $observer)
    {
        $this->observers->attach($observer);
    }

    public function detach(SplObserver $observer)
    {
        $this->observers->detach($observer);
    }

    public function notify()
    {
        foreach ($this->observers as $observer) {
            $observer->update($this);
        }
    }

    public function __set($name, $value)
    {
        $this->data[$name] = $value;
        // notify the observers, that model has been updated
        $this->notify();
    }
}

class ModelObserver implements SplObserver
{
    public function update(SplSubject $subject)
    {
        echo get_class($subject) . ' has been updated' . '<br>';
    }
}

class Observer2 implements SplObserver
{
    public function update(SplSubject $subject)
    {
        echo get_class($subject) . ' has been updated' . '<br>';
    }
}

// Instantiate the model class for 2 different objects
$model1 = new Model();
$model2 = new Model();

// Instantiate the observers
$modelObserver = new ModelObserver();
$observer2 = new Observer2();

// Attach the observers to $model1
$model1->attach($modelObserver);
$model1->attach($observer2);

// Attach the observers to $model2
$model2->attach($observer2);

// Changing the subject properties
$model1->title = 'Hello World';
$model2->body = 'Lorem ipsum............';

উপরে Model ক্লাসটি হল সাবজেক্ট ModelObserverObserver2 হল অবজার্ভার।

Model ক্লাসটি যেহেতু SplSubject ইন্টারফেইস ইমপ্লিমেন্ট করে লেখা হয়েছে কাজেই attach(), detach()notify() মেথডগুলা অবশ্যই থাকতে হবে।

অপরদিকে যেহেতু ModelObserverObserver2 ক্লাসগুলা SplObserver ইন্টারফেইস ইমপ্লিমেন্ট করে লেখা হয়েছে সেহেতু update() মেথডটি ক্লাসগুলাতে থাকতে হবে।

এবার আপনারা যদি SplSubjectSplObserver ইন্টারফেইস ব্যাবহার না করে অবজার্ভার ডিজাইন প্যাটার্ন এর প্রয়োগ করতে চান সেটাও করতে পারবেন শুধুমাত্র আপনার বিষয় বস্তু ঠিক থাকলেই হল।

নিচে একটা উদাহরণ দেয়া হলঃ

<?php

class Model
{
    protected $observers;

    public function __construct()
    {
        $this->observers = new SplObjectStorage();
    }

    public function notify()
    {
        foreach ($this->observers as $observer) {
            $observer->update($this);
        }
    }

    public function setObservers($observers = [])
    {
        foreach ($observers as $observer) {
            $this->observers->attach($observer);
        }
    }

    public function __set($name, $value)
    {
        $this->data[$name] = $value;
        // notify the observers, that model has been updated
        $this->notify();
    }
}

class Post extends Model
{
    public function insert($data)
    {
        // Store the data
        // Notify to observers
        $this->notify();
    }

    public function update($data)
    {
        // Update the model
        // Notify to observers
        $this->notify();
    }

    public function delete($id)
    {
        // Delete the model
        // Notify to observers
        $this->notify();
    }
}

class PostModelObserver
{
    public function update($subject)
    {
        echo get_class($subject) . ' has been updated' . '<br>';
    }
}

class Observer2
{
    public function update($subject)
    {
        echo get_class($subject) . ' has been updated' . '<br>';
    }
}

$post = new Post();

$post->setObservers([new PostModelObserver, new Observer2]);

$post->title = 'Hello World';

এই লিঙ্ক থেকে আরও ধারনা পেতে পারেন।

Last updated