কমন এ্যারে ফাংশনস

পিএইচপিতে এ্যারে নিয়ে কাজ করার জন্য প্রচুর ফাংশন রয়েছে । এগুলোর পূর্নাঙ্গ তালিকা পাওয়া যাবে ম্যানুয়ালে - Array Functions সেকশনে । এই চ্যাপ্টারে আমরা বেশি প্রচলিত কিছু এ্যারে সংশ্লিষ্ট ফাংশন সম্পর্কে জানবো । পরবর্তীতে বাকি এ্যারে ফাংশনগুলোও কাভার করা হবে এখানে ।

এই চ্যাপ্টারটির বেশীরভাগ কন্টেন্ট, বিশেষ করে উদাহরণগুলো পিএইচপি ম্যানুয়াল থেকে নেওয়া । এখানে বাংলায় ব্যখ্যা করা হয়েছে ফাংশনগুলো । নবীনদের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু রাখা হয়েছে । এ্যাডভান্সড কিছু জিনিস ইচ্ছাকৃতভাবেই সংযোজন করা হয়নি ।

উদাহরণগুলোর আউটপুট ইচ্ছাকৃতভাবেই বইতে দেখানো হয়নি । কোড নিজে থেকে রান করে আউটপুট দেখে বোঝার চেষ্টা করার সুযোগ দেওয়ার জন্যই এমনটি করা হয়েছে ।

count()

একটি এ্যারেতে কতগুলি এলিমেন্ট আছে তা জানতে আমরা এই ফাংশনটি ব্যবহার করে থাকি ।

<?php

$array = array(1,2,3);
echo count($array);

এই ফাংশনটি সেকেন্ড প্যারামিটার হিসেবে COUNT_NORMAL কিংবা COUNT_RECURSIVE কন্সট্যান্ট এ্যাক্সেপ্ট করে । এই প্যারামিটারটি অপশনাল । ডিফল্ট ভ্যালু হিসেবে COUNT_NORMAL থাকে । এই মোডে সে শুধু প্রদত্ত এ্যারের কতগুলো আইটেম আছে সেটা হিসেব করে । যখন আমরা COUNT_RECURSIVE ব্যবহার করি তখন এই ফাংশনটি মাল্টি ডাইমেনশনাল এ্যারের ক্ষেত্রে সব গুলো এ্যারের এলিমেন্ট হিসেব করে । অর্থাৎ মূল এ্যারের মধ্যে অন্য কোন এ্যারে থাকলে সেগুলোর এলিমেন্টও গননায় রাখা হবে ।

<?php
$food = array('fruits' => array('orange', 'banana', 'apple'),
              'veggie' => array('carrot', 'collard', 'pea'));

// রিকার্সিভ মোড
echo count($food, COUNT_RECURSIVE); // মোট ৮টি এলিমেন্ট 

// নরমাল মোড
echo count($food); // ২টি আইটেম

array_key_exists

আমাদের এ্যারেতে নির্দিষ্ট নামের কোন কি আছে কিনা তা জানার জন্য আমরা এই ফাংশনটি ব্যবহার করি । ঐ নামের ফাংশন থাকলে আমরা বুলিয়ান true পাই, আর না থাকলে false

array_keys

নাম শুনেই বোঝা যাচ্ছে কোন এ্যারে এর কি গুলো পাবো আমরা এই ফাংশন থেকে । এই ফাংশনটির ২য় প্যারামিটার হিসেবে আমরা একটা ওয়ার্ড দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে শুধুমাত্র যে সকল কি এর মধ্যে ঐ ওয়ার্ডটি থাকবে সেগুলোই রিটার্ন করবে । ৩য় প্যারামিটারটি হচ্ছে === কম্প্যারিজনের জন্য । অর্থাৎ, এটার ভ্যালু ট্রু হলে আগের দেওয়া ওয়ার্ডটি সার্চ করার সময় টাইপ বিবেচনা করা হবে । ২য় এবং ৩য় প্যারামিটার অপশনাল ।

উদাহরণ:

array_values

আগের ফাংশনটির সাথে মিল রেখেই এটি এ্যারের ভ্যালুগুলো রিটার্ন করে । যেমন:

in_array

এই ফাংশনটি একটি এ্যারেতে একটি নির্দিষ্ট ভ্যালু আছে কিনা তা জানায় । ৩য় প্যারামিটারটি অপশনাল । বুলিয়ান true পাস করলে সার্চ করার সময় টাইপও ম্যাচ করে ।

array_pop

এই ফাংশনটি প্রদত্ত এ্যারের শেষ আইটেমটি রিটার্ন করে । এবং একই সাথে ঐ আইটেমটি এ্যারে থেকে রিমুভ করে দেয় ।

উদাহরণ:

array_push

আগের ফাংশনটির ঠিক উল্টো কাজ করে এই ফাংশনটি । এটির কাজ কোন এ্যারের শেষে এক বা একাধিক আইটেম যোগ করা । যেমন:

এই ফাংশনের প্রথম আর্গুমেন্টটি হবে একটি এ্যারে । এরপর আমরা যে এলিমেন্টগুলো যোগ করতে চাই সেগুলো যোগ করবো ।

array_shift

array_pop এ্যারের শেষ থেকে আইটেম বাদ দিতো, array_shift এর কাজ শুরু থেকে বাদ দেওয়া । এটি এ্যারের প্রথম আইটেমটি রিটার্ন করে এবং ঐ আইটেমটি এ্যারেটি থেকে রিমুভ করে দেয় ।

উদাহরণ:

array_unshift

নাম শুনেই বুঝতে পারার কথা এটা কি করে । array_push এর মত করেই এই ফাংশনটি এ্যারের শুরুতে আইটেম যোগ করে । উদাহরণ:

array_flip

এই ফাংশনটি এ্যারের কি আর ভ্যালু ইন্টারচেইনজ করে দেয় । অর্থাৎ কি গুলো হয়ে যায় ভ্যালু আর ভ্যালুগুলো হয়ে যায় কি । যেমন:

array_reverse

এই ফাংশনটি এ্যারের আইটেমগুলোর অর্ডার বা ক্রমিক উল্টো করে দেয় । অর্থাৎ প্রথম আইটেমটি শেষে আর শেষের আইটেমটি শুরুতে আসে । এবং অন্যান্য আইটেমগুলিও একইভাবে উল্টো অর্ডারে নিয়ে আসা হয় ।

আমরা যদি আইটেমের অর্ডার পরিবর্তন হলেও তার আগের কি এর ভ্যালু ঠিক রাখতে চাই তাহলে ২য় আর্গুমেন্টটির ভ্যালু বুলিয়ান true পাস করলেই হবে ।

array_merge

দুই বা ততোধিক এ্যারে মার্জ করে একটি নতুন এ্যারে তৈরি করে এই ফাংশনটি । স্ট্রিং কি এর ক্ষেত্রে যদি একই নামের কি থাকে তবে শেষের এ্যারের একই নামের কি এর ভ্যালু ব্যবহৃত হয় । নিউমেরিক ইনডেক্স এর ক্ষেত্রে আইটেমগুলো একটার পর একটা এ্যাড করে নেয় । কি নিয়ে কোন কনফ্লিক্ট হয় না ।

array_rand

কোন এ্যারে থেকে এক বা একাধিক র‍‍্যান্ডম আইটেম বেছে নেয় এই ফাংশনটি । ঐ নির্বাচিত আইটেমগুলোর কি রিটার্ন করে । প্রথম প্যারামিটার হিসেবে এ্যারেটি এ্যাক্সেপ্ট করে । ২য় আর্গুমেন্ট হিসেবে আমরা পাস করতে পারি কতগুলো আইটেম বেছে নিবে । ২য় প্যারামিটারটি অপশনাল ।

যখন একটি মাত্র এন্ট্রি বেছে নেয় তখন এই ফাংশনটি সরাসরি তার কি রিটার্ন করে । তবে একাধিক আইটেম এর বেলায় সে কি গুলো একটি এ্যারেতে রিটার্ন করে ।

একটি এ্যারের ভিতরে সার্চ করার জন্য এই ফাংশনটি ব্যবহৃত হয় । যদি এ্যারেতে ওয়ার্ডটি থাকে তবে ঐ আইটেম এর কি টা রিটার্ন করে । যদি ওয়ার্ডটি স্ট্রিং হয় তবে সার্চটি হবে কেইস সেনসিটিভ । অর্থাৎ আপার কেইস ও লোয়ার কেইস এর ভ্যারিয়েশন তখন ম্যাটার করবে । (Masnun আর masnun তখন এক হবে না) । ২য় প্যারামিটারটি অপশনাল । এটি স্ট্রিক্ট (===) কম্প্যারিজন এর জন্য । এটির ভ্যালু বুলিয়ান true পাস করলে সার্চ করার সময় টাইপও মিলিয়ে দেখা হবে ।

Last updated