ফ্যাক্টরী প্যাটার্ন এমন একটি প্যাটার্ন যা কম বেশি সব ধরনের অ্যাপ্লিকেশনে ব্যাবহৃত হয়ে থাকে এইটা ক্রিয়েশনাল প্যাটার্ন ক্যাটাগরীর মধ্যে পরে।
ফ্যাক্টরী প্যাটার্নের মূল উদ্দেশ্যই হল এর প্রোডাক্ট কিংবা চাইল্ড ক্লাসের অবজেক্ট তৈরি করে দেয়া। যেমন বাস্তব জীবনে যেভাবে ফ্যাক্টরীতে প্রোডাক্ট তৈরি হয়ে থাকে।
এই প্যাটার্ন ক্লাইন্টের কাছে অবজেক্ট ইনস্টানশিয়েট করার লজিক অদৃশ্যমান রাখে। আর অবজেক্টের ক্লাস গুলা একটা কমন ইন্টারফেইস কে ফলো করে বানানো থাকে।
এই প্যাটার্ন সাধারণত ৩ প্রকারেরঃ ১. সিম্পল ফ্যাক্টরী। ২. ফ্যাক্টরী মেথড। ৩. অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরী।
১. সিম্পল ফ্যাক্টরীঃ
ফ্যাক্টরী প্যাটার্নের মধ্যে সিম্পল ফ্যাক্টরী হচ্ছে সবচেয়ে সহজ প্যাটার্ন যদিও অফিশিয়ালি এই প্যাটার্ন ডিজাইন প্যাটার্ন হিসেবে স্বীকৃত না।
এই প্যাটার্নের নিয়ম মতে এর একটি ফ্যাক্টরী থাকবে আর একটি ফ্যাক্টরী একই সময় শুধুমাত্র একটাই প্রোডাক্ট তৈরি করবে অর্থাৎ একটিই ইনস্টান্স কিংবা অবজেক্ট রিটার্ন করবে।
এখানে CarFactory নামে মূল ফ্যাক্টরী ক্লাস ডিফাইন করা হয়েছে যেটির মাধ্যমে একটা Car ইনস্টান্স তৈরি করা হবে। Car এর জন্য ২ টি ক্লাস যথাক্রমে MercedesCar ও ToyotaCar ডিফাইন করা হয়েছে যেগুলো CarInterface কে ফলো করেছে।
এবার চলুন CarFactory ক্লাসটিকে ইনস্টানশিয়েট করি।
$carFactory =newCarFactory;
এরপর ধরুন MercedesCar ক্লাসকে ফ্যাক্টরির মাধ্যমে ইনস্টানশিয়েট করব তাহলে টাইপ/প্যারামিটার হিসেবে mercedes দিতে হবে নিচের মত করে।
আর ডিফাইন না করা কোন ক্লাসের টাইপ দিলে সেটি এরর দেখাবে।
২. ফ্যাক্টরী মেথডঃ
ফ্যাক্টরী মেথড প্যাটার্ন অনেকখানি সিম্পল ফ্যাক্টরী প্যাটার্নের মতই শুধুমাত্র এর মূল পার্থক্য হল এটি তার সাব ক্লাস গুলোকে ক্লাস ইনস্টানশিয়েট করার স্বাধীনতা দিয়ে দেয়। আর এর একাধিক ফ্যাক্টরী থাকতে পারে।
এখানে ফ্যাক্টরী মেথডের জন্য VehicleFactoryMethod নামে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করা হয়েছে যেটির সাব ক্লাস যথাক্রমে CarFactory ও BikeFactory আছে যেগুলা ভিন্ন ভিন্ন একক ফ্যাক্টরী। আবার প্রতিটি ফ্যাক্টরীর জন্য সিম্পল ফ্যাক্টরী প্যাটার্নের ন্যায় ইন্টারফেইস CarInterface ও BikeInterface ডিফাইন করা হয়েছে যেগুলোকে ইমপ্লিমেন্ট করে কংক্রিট ক্লাস অর্থাৎ ইনস্টানশিয়েট যোগ্য ক্লাস যথাক্রমে CarFactory এর আওতায় MercedesCar ও ToyotaCar এবং BikeFactory এর আওতায় YamahaBike ও DucatiBike ডিফাইন করা হয়েছে।
সুতরাং CarFactory ও BikeFactory ক্লাসগুলো নির্ধারণ করতে পারবে সে কোন ক্লাসকে ইনস্টানশিয়েট করবে।
নিচের কোডটি খেয়াল করলে বুঝতে পারবেন ২ টি আলাদা ফ্যাক্টরীর মাধ্যমে প্যারামিটার কিংবা Car এর ব্র্যান্ড পাস করে কাঙ্ক্ষিত অবজেক্ট কে পাওয়া যায়।
অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরী এমন একটি পদ্ধতি প্রদান করে যেখানে একটি মূল (অ্যাবস্ট্রাক্ট) ফ্যাক্টরী অনেকগুলো একক ফ্যাক্টরীকে একত্রিত করে রাখে।
এক কথায়, প্রথমে একটি অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরী অনেকগুলো প্রোডাক্ট ফ্যাক্টরী তৈরি করে এরপর প্রতিটি ফ্যাক্টরী একাধিক প্রোডাক্ট কিংবা অবজেক্ট তৈরি করে।
উল্লেখ্য, প্রতিটি প্রোডাক্ট ফ্যাক্টরী ক্লাসকে একটা কমন অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে হবে অথবা একটা কমন ইন্টারফেইসকে ইমপ্লিমেন্ট করতে হবে। আবার প্রতিটি প্রোডাক্ট ফ্যাক্টরী ক্লাসে একাধিক আর একই মেথড থাকতে হবে।
উপরের কোডে AbstractVehicleFactory নামে একটা অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরী ক্লাস ডিফাইন করা হয়েছে যেখানে makeCar() ও makeBike() ২টা মেথড দেয়া আছে যাতে সাব ফ্যাক্টরী গুলো ওই মেথড গুলো ডিফাইন করে।
এখানে একটি মেথড Car অবজেক্ট তৈরি করতে আরেকটি Bike অবজেক্ট তৈরি করতে ব্যবহৃত হয়েছে যা সব গুলা ফ্যাক্টরীকেই করতে হবে। আর মূল বিষয় হল একেক ফ্যাক্টরী একেক ব্র্যান্ডের Car ও Bike অবজেক্ট তৈরি করবে।
যেমন এখানে আমরা BangladeshiFactory ফ্যাক্টরী ব্যাবহার করেছি যেটি ToyotaCar ও YamahaBike ক্লাসের অবজেক্ট তৈরি করবে। অনুরূপ ভাবে, USAFactory ফ্যাক্টরী MercedesCar ও DucatiBike ক্লাসের অবজেক্ট তৈরি করবে।
আবার আপনি চাইলে একটা ফ্যাক্টরীতে একাধিক ব্রান্ডের Car কিংবা Bike এর অবজেক্ট তৈরি করতে পারেন সেক্ষেত্রে র্যান্ডমলি কিংবা লজিক্যালি করতে হবে।