ইন্টারফেইস
ইন্টার ফেইসের মাধ্যমে আমরা বলে দেই একটা ক্লাসের কোন কোন মেথড অবশ্যই থাকা লাগবে । কিন্তু আমরা এর মূল ইম্প্লিমেন্টেশনটা নির্দিষ্ট করে দেই না ।
আমরা একটা ইন্টারফেইস ডিফাইন করি
interface
কিওয়ার্ডটি দিয়ে । এবং যে সব ক্লাস এই ইন্টারফেইস মেনে চলে তারা এই ইন্টারফেইসকে implement
করে ।ইন্টারফেইস ডিফাইন করা হয় সাধারনভাবে ক্লাসের মত করেই । ইন্টারফেইসের মেথডগুলোর শুধু সিগনেচার (কি কি প্যারামিটার নেয়) ডিফাইন করে দেওয়া হয় কিন্তু এই মেথডগুলোর বডি ডিফাইন করা হয় না ।
পিএইচপি ম্যানুয়াল থেকে একটি উদাহরন দেখে নেই:
<?php
// Declare the interface 'iTemplate'
interface iTemplate
{
public function setVariable($name, $var);
public function getHtml($template);
}
// Implement the interface
// This will work
class Template implements iTemplate
{
private $vars = array();
public function setVariable($name, $var)
{
$this->vars[$name] = $var;
}
public function getHtml($template)
{
foreach($this->vars as $name => $value) {
$template = str_replace('{' . $name . '}', $value, $template);
}
return $template;
}
}
এখানে আমরা
iTemplate
নামে একটি ইন্টারফেইস ডিফাইন করেছি । আমাদের Template
ক্লাসটি এই ইন্টারফেইস ইম্প্লিমেন্ট করে । খেয়াল করুন আমরা দেখছি কিভাবে ইন্টারফেইসে শুধু মেথড সিগনেচার এবং আমাদের মূল ক্লাসে তার ইম্প্লিমেন্টেশন তৈরি করা হয়েছে ।আমরা যদি ইম্প্লিমেন্টেশন ক্লাসে ইন্টারফেইসের কোন মেথড ডিফাইন করতে ভুলে যাই সেক্ষেত্রে আমরা ফ্যাটাল এরর পাবো ।
পিএইচপিতে একটি ক্লাস অনেকগুলো ইন্টারফেইস ইম্প্লিমেন্ট করতে পারে তবে যদি দুইটি ইন্টারফেইসের একই নামের মেথড থাকে তাহলে সঙ্গত কারনেই কোন ক্লাস এই দুটি ইন্টারফেইস একই সাথে ইম্প্লিমেন্ট করতে পারবে না । সেটা করলে ঐ মেথডের নাম নিয়ে কনফ্লিক্ট তৈরি হবে ।
ইন্টারফেইস হলো অনেকটা ডেভেলপারের সাথে চুক্তি করার মতো । আমাদের চুক্তি মেনে নিতে হলে তাকে অবশ্যই আমাদের বলে দেওয়া মেথড ইম্প্লিমেন্ট করতে হবে । যখন কোন ক্লাস আমাদের ডিফাইন করা ইন্টারফেইস ইম্প্লিমেন্ট করে তখন আমরা ধরে নিতে পারি আমাদের বলে দেওয়া মেথডগুলো ঐ ক্লাসে আছে । এর ফলে আমরা ক্লাসের প্রয়োজনীয় ডিজাইন সম্পর্কে নিশ্চিত হতে পারি ।
Last modified 4yr ago