ম্যাজিক মেথডস
Last updated
Last updated
পিএইচপির ক্লাসে কিছু মেথড থাকে যেগুলো দুইটি আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, এই মেথড গুলোকে সাধারণত ম্যাজিক মেথড বলা হয়। যদিও এই মেথডগুলো আগেথেকে ক্লাসে থাকে না, এই মেথড গুলো সাধারনত প্রোগ্রামাররাই লিখে থাকে। কিন্তু এই মেথড গুলো অন্যান্য মেথডের মত আচরন করে না।
__construct()
,__destruct()
, __call()
, __callStatic()
, __get()
, __set()
, __isset()
, __unset()
, __sleep()
,__wakeup()
,__toString()
, __invoke()
, __set_state()
, __clone()
এবং __debugInfo()
এই মেথড গুলোকে ম্যাজিক মেথড বলা হয়ে থাকে।
construct(), destruct() এই মেথড গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে।
এই মেথড এর মাধ্যমে ক্লাসের প্রোপার্টি এক্সেস করা যায়। নিচের উদাহরণটিতে গেট মেথড ইমপ্লিমেন্ট করে দেখানো হয়েছে।
ধরা যাক আমাদের ক্লাসের নাম Tweet যার একটি প্রোপার্টি (username) আছে । কেউ যদি username প্রোপার্টি টি এক্সেস করতে চায় তবে সে নিচের উদাহরন এর মত করে প্রোপার্টিটি এক্সেস করতে পারবে।
এই মেথড এর মাধ্যমে ক্লাসের প্রোপার্টির ভ্যালু সেট করা যায়। নিচের উদাহরণটিতে সেট মেথড ইমপ্লিমেন্ট করে দেখানো হয়েছে।
Tweet ক্লাসে username এর ভ্যালু সেট করতে চাইলে নিচের উদাহরন অনুসরন করলেই হবে।
কোন প্রোপার্টি ক্লাসের মধ্যে আছে কিনা তা জানতে এই মেথড ব্যবহার করা হয়। এই মেথড ক্লাসের বাইরে থেকে এক্সেস করা যায় না।
ক্লাসের যেকোন মেথড থেকে নিচের মত করে এই মেথডটি ব্যবহার করা যাবে
ক্লাসের কোন প্রোপার্টি সরিয়ে দিতে এই মেথড ব্যবহার করা হয়। এই মেথড ক্লাসের বাইরে থেকে এক্সেস করা যায় না।
ক্লাসের যেকোন মেথড থেকে নিচের মত করে এই মেথডটি ব্যবহার করা যাবে
যখন কোন মেথড ক্লাসের বাইরে থেকে এক্সেস করা যায় না অথবা যখন কল করা মেথডটি ক্লাসে থাকে না তখন এই মেথড কাজ শুরু করে।
নিচের উদাহরনে post মেথড ব্যবহার করা হয়েছে , যদিও Tweet ক্লাসে এই মেথডটি নেই। কিন্তু আউটপুট লক্ষ করলে দেখা যাবে মেথডের নাম আর প্যারামিটারের var_dump করা হয়েছে। __call মেথডের মধ্যে প্রয়োজনীয় কোড লিখে এই মেথডের চমৎকার ব্যবহার করা যাবে।
উদাহরনঃ
...চলমান