Comment on page
ট্রেইটস
আমরা দেখেছি ক্লাস ইনহেরিট্যান্সের মাধ্যমে আমরা প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে মেথড ইনহেরিট করতে পারি । অর্থাৎ প্যারেন্ট ক্লাসে কোন মেথড তৈরি করা থাকলে আমরা সেটা চাইল্ড ক্লাসে ব্যবহার করতে পারি । কিন্তু অনেক সময় দেখা যায় একই ক্লাস হায়ারার্কিতে নেই এমন দুটি ক্লাসের কিছু কমন মেথড থাকতে পা রে । অর্থাৎ এমন দুটি ক্লাস যারা একটি আরেকটিকে এক্সটেন্ড করে না কিন্তু দুটি ক্লাসেরই কমন মেথড থাকছে
getName()
নামে যেটা একই কাজ করে । এসব ক্ষেত্রে কোড রিইউজে সহায়তা করতে পিএইচপি 5.4.0 ভার্সন থেকে ট্রেইটস এর প্রচলন ।ট্রেইটস ডিফাইন করা হয় ক্লাসের মত করেই তবে
trait
কিওয়ার্ডটি ব্যবহার করে । একটি ট্রেইটের ভিতরে একই ধরনের কিছু ফাংশনালিটি সম্পন্ন মেথড ডিফাইন করা থাকে । এরপরে কোন ক্লাসের ভিতরে আমরা ঐ ট্রেইটটি ইনক্লুড করলে ঐ মেথডগুলো আমরা এ্যাক্সেস করতে পারি ঠিক যেন ঐ ক্লাসেই মেথডগুলো ডিফাইন করা হয়েছিলো ।উদাহরন:
<?php
trait CommonMethods {
public function getName() {
return $this->name;
}
}
class TestClass {
use CommonMethods;
private $name = "test class";
}
class AnotherClass {
use CommonMethods;
private $name = "another class";
}
$tc = new TestClass();
var_dump($tc->getName());
$ac = new AnotherClass();
var_dump($ac->getName());
এখানে
TestClass
এবং AnotherClass
সম্পূর্ন ইনডিপেন্ডেন্ট দুটি ক্ লাস । তারা CommonMethods
ট্রেইটটি ব্যবহার করে । ফলে এই ট্রেইটের মেথডটি তারা সরাসরি ব্যবহার করতে পারে ।পিএইচপিতে যেহেতু মাল্টিপল ইনহেরিট্যান্স নেই, অর্থাৎ কোন ক্লাস শুধুমাত্র একটা ক্লাসকেই এক্সটেন্ড করতে পারে তাই এক্ষেত্রে কমন মেথডগুলো গ্রুপিং এর জন্য ট্রেইট বেশ কার্যকর ভূমিকা পালন করতে পারে ।
Last modified 5yr ago