ক্লাস এবং অবজেক্ট

ক্লাস এবং অবজেক্ট এর পার্থক্য

একটি বাড়ি তৈরি করতে গেলে যেমন আমরা শুরুতে একটি নকশা বা ব্লু প্রিন্ট তৈরি করে নেই, পিএইচপিতেও তেমনি কোন অবজেক্ট কেমন হবে তা ডিফাইন করে দেওয়া হয় ক্লাস এর মাধ্যমে । অর্থাৎ অবজেক্ট এর ব্লু প্রিন্ট হলো ক্লাস, ক্লাস থেকে তৈরি করা হয় অবজেক্ট । একই ক্লাস থেকে তৈরি করা অবজেক্টগুলোর প্রত্যেকটি হলো ঐ ক্লাসের অবজেক্ট এর একটি ইন্সট্যান্স ।

ক্লাস ডিফাইন করা

ক্লাস ডিফাইন করা খুবই সহজ, প্রথমে class কিওয়ার্ড, এরপর ক্লাসের নাম এরপর কোড ব্লকে থাকবে ক্লাস বডি । খুব সিম্পল একটি ক্লাসের উদাহরণ হতে পারে এরকম:

<?php
class SimpleClass
{
}

এটা আসলে একটি ফাকা ক্লাস । এটি কোন কাজই করে না ।

অবজেক্ট তৈরি করা

কোন ক্লাস থেকে ঐ ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আমরা new কিওয়ার্ডটি ব্যবহার করে থাকি । যেমন:

<?php
$instance = new SimpleClass();

এখানে $instance একটি অবজেক্ট যার ক্লাস হলো SimpleClass । যদি কোন ভ্যারিয়েবল এ স্ট্রিং টাইপের ডাটা থাকে তবে ঐ ভ্যারিয়েবল এর আগে new ব্যবহার করেও নতুন অবজেক্ট তৈরি করা সম্ভব । এক্ষেত্রে ঐ ভ্যারিয়েবল এর যে ভ্যালু সেই নামের ক্লাস থেকে পিএইচপি অবজেক্ট তৈরি করার চেষ্টা করবে ।

<?php
$className = 'SimpleClass';
$instance = new $className(); // SimpleClass()

Last updated